১২/১০/২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নিয়মিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নিয়মিত সভা গত শুক্রবারে  (১২-১০-২০১৮ইং) পূর্ব লন্ডন মহানগর অফিস, হোয়াইট চ্যাপেল রোড এ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার আহবায়ক ফেরদৌস রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অঞ্জনা আলমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন  জেবুন্নেসা রুনা, খন্দকার কাওছার জাহান তাছমিনা, মরিয়ম বেগম হক, মেহবুবা ফেরদৌস, সোনিয়া তাসনিম, রেহানা ইসলাম সুমি, নীলা হোসেন এবং সৈয়দা নাসিমা।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার আহবায়ক ফেরদৌস রহমান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সূচনা করেন। আহবায়ক ফেরদৌস রহমান  বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কঠিন অবস্থা যাচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা, অত্যন্ত নমনীয় স্বভাবের ব্যক্তিকে মিথ্যা মামলার আসামী বানিয়ে কারাগার এ অবৈধভাবে আটকে রেখেছেন। যে ভাবেই হোক আমাদের নেত্রী  কে মুক্ত করতে হবে। তড়িঘড়ি করে অস্ত্র ও গ্রেনেড হামলার মামলার রায় দিয়ে বি এন পি কে নিঃশেষ করার যে পায়তারা তা রোধ করতে হবে। দেশে কোন আইন নেই। সিনহা কে বরখাস্ত করে মামলা ছাড়াই কেন ছেড়ে দেওয়া হলো? কেন মামলা করলো না? হাসিনার এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।

সদস্য সচিব অঞ্জনা আলম তার বক্তব্যে বলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী গণতন্রের মা বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি কামনা করেন , জনাব তারেক রহমান সহ অন্য নেতাদের রায় অগ্রহনযোগ্য বলে মনে করেন এবং তাদের মুক্তি কামনা করেন।

খন্দকার কাওছার জাহান তাছমিনা তার বক্তব্যে বলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে রায় দেয়া হয় তা প্রহসন মাত্র। এই রায় আমরা মানি না মানবো না।

জেবুন্নেসা রুনা বলেন, দলমত নিরবিশেষে সকলকে ঐকমত থাকতে হবে।

মেহবুবা ফেরদৌস বলেন, বাংলাদেশ এ বর্তমানে যে গায়েবি মামলা হচ্ছে এই গায়েবি মামলার তীব্র নিন্দা জানাই।

রেহানা ইসলাম সুমি বলেন, কোন্দল ও রেসারেসি ভুলে গিয়ে সবাই এক হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে।

মরিয়ম বেগম হক বলেন, শেখ হাসিনার পতন অনিবার্য কারন হাসিনা যে ভাবে খুন গুম হত্যা শুরু করেছেন তাতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন ।

সৈয়দা নাসিমা বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অবৈধ সরকার এর পতন এর জন্য লড়ে যেতে হবে।

সভায় নিম্ন লিখিত বিষয় সিদ্ধান্ত গ্রহন করা হয়ঃ

  • সভার নোটিশ ইংরেজিতে লিখতে হবে এবং হোয়াটসআপ এর গ্রুপ এ দিতে হবে।
  • মিটিং এ রাজনৈতিক বিষয়বস্তু ছাড়া অন্য কথা বলা যাবে না।
  • নোটিস এর উত্তরে সভা তে উপস্থিত থাকার ব্যাপারে হ্যাঁ বা না বলতে হবে।

পরিশেষে সভার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Close Menu