২৯/১১/২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নিয়মিত সভা অনুষ্ঠিত

আজ ২৯ শে নভেম্বর ২০১৮ ইং বৃহস্পতিবার বিকাল ৬ টা বি এন পি মহানগর অফিস, হোয়াইট চ্যাপেল রোড এ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার আহবায়ক ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অঞ্জনা আলমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রুবিনা রহমান রিতু, মরিয়ম বেগম হক, রেহানা ইসলাম সুমি, খন্দকার কাওছার জাহান তাছমিনা, মেহবুবা ফেরদৌস, হাসিনাতুল জাহান, হাবিবা খানম, ইসরাত রসিদ এবং সৈয়দা নাসিমা।
আলোচনার বিষয় বস্তু ছিল
নির্বাচন, বেগম খালেদা জিয়া এবং নির্বাচন কমিশন
জাতীয় ঐক্যজোট ও তার কার্যক্রম
বিবিধ
স্বাগত বক্তব্যে দলের আহবায়ক ফেরদৌস রহমান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সূচনা করেন।
আহবায়ক ফেরদৌস রহমান বলেন, ১৯৭২ সনের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদের কোন পরিবর্তন হইনি, সেই মোতাবেক বেগম খালেদা জিয়া ফেনি ১, বগুড়া ৬ ও ৭ আসনে তার মনোনয়ন পত্র জমা দেন যা সম্পূর্ণ আইন সংগত। জিয়া অরফানএইজ ট্রাস্ট এ বেগম খালেদা জিয়ার লিখিত বক্তব্য পরিবর্তন করে তাকে নির্বাচন থেকে দুরে রাখার চক্রান্ত কায়েম করেছে হাসিনা। আইন অমান্য করেছে জজ, এ অপরাধে তার অপসারণ ও শাস্তি হওয়া একান্ত প্রয়োজন। আমাদের বি এন পির আইনজীবীদের চোখে এই মারাত্মক ভুলটা কেন ধরা পরল না ?
২০০৮ সনে মফাজ্জেল হোসেন মায়া ১৩ বছর সাজা প্রাপ্ত নবম নির্বাচন এ অংশ গ্রহণ করেন, ২০০৭ সনে মহিউদ্দিন খান আলমগির ১৩ বছর সাজা প্রাপ্ত নবম নির্বাচন এ অংশ গ্রহণ করে পদ গ্রহণ করে সংবিধানের আইন ভঙ্গ করেছেন , এরশাদ এর বিরুদ্ধে মামলা ও সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তার নির্বাচন এ অংশগ্রহণ ও বিরোধী দলে থাকা অবৈধ।
বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ সংবিধান ও আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ এবং ৩ টি আসনেই উনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
জাতীয় ঐক্য ফ্রন্ট সঠিক ভাবে কাজ করে যাচ্ছে। হাসিনার পক্ষে কোন কিছু অসম্ভব নয়, হাসিনার কুচক্রান্ত প্রতিহত করার জন্যে তিনি সবাই কে সতর্ক এবং প্রস্তুত থাকার আহ্বান জানান।

সদস্য সচিব অঞ্জনা আলম তার বক্তব্যে বলেন, সুষ্ঠ নির্বাচন হলে হাসিনা কখনওই জিততে পারবেনা। নির্বাচন বাতিল করার জন্য হাসিনা সর্বদাই সচেষ্ট। খোকন ভাই সহ বি এন পি এর নেতা কর্মীদের গ্রেফতার এর নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান। তিনি আরও বলেন, নির্বাচনে আমাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে যাতে আমরা দেশ মাতা বেগম খালেদা জিয়া কে মুক্ত কপরে আনতে পারি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নির্বাচনের সময় ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ।

খন্দকার কাওছার জাহান তাছমিনা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার পতন অনিবার্য কারন হাসিনা যে ভাবে খুন গুম হত্যা শুরু করেছেন তাতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন । বন জঙ্গল নদী নালা সব জায়গায়ে ভেসে আসছে শুধু লাশ আর আপন জনের হাহাকার। সেনা সদস্যদের নিয়ে হাসিনা যে নীল নকশা করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রেহানা ইসলাম সুমি বলেন, আমাদের বি এন পি এখন আর দুর্বল না, এবার আমরা অনেক আসনে এগিয়ে থাকব।

মেহবুবা ফেরদৌস বলেন, আসন্ন জাতিও সংসদ নির্বাচন এ অবৈধ সরকার ই ভি এম এর মাধ্যম এ ভোট জালিয়াতি এর যে পরিকল্পনা করছে আমাদের অবশ্যই তার বিরধিতা করতে হবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যেতে হবে। নির্বাচনের আগে সংবিধান লঙ্ঘন করে হাসিনা তার নামে যে সিনেমা মুক্তি দিয়েছেন তার নিন্দা জানান।

মরিয়ম বেগম হক বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি কামনা করেন, কোন্দল ও রেসারেসি ভুলে গিয়ে সবাই এক হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে।

হাবিবা খানম বলেন, সামনে নির্বাচন, হাসিনা যে টালবাহানা করছে যাতে বেগম খালেদা জিয়া নির্বাচন এ না আসে আমি তার প্রতিবাদ জানাচ্ছি। সবার মত আমিও চাই সুষ্ঠ নির্বাচন।

হাসিনাতুল জাহান বলেন, বি এন পি যে এবার নির্বাচনে এসেছে এটা খুবই ভাল উদ্যোগ। খালি মাঠে গোল দেয়া এখন আর সম্ভব নয়। নির্বাচনে বি এন পির জয় ও খালেদা জিয়ার মুক্তি কামনা করেন।

ইসরাত রশিদ বলেন, এবার নির্বাচন এ ভোটে অংশগ্রহণ করে আমাদের দল বি এন পি ক জয় যুক্ত করে বেগম খালেদা জিয়া কে মুক্ত করার আহ্বান জানান।

পরিশেষে সভার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Close Menu